বিস্তারিত
অদ্যকার সভায় অত্র সানোড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোঃ খালেদ মাসুদ খান (লাল্টু)অত্র পরিষদের ২০১৬-২০১৭ইং অর্থ বছরের বাজেটটি বিশেষভাবে বিবেচনা ও পর্যালোচনা করার পর উহা সর্ব সম্মতিক্রমে সংশোধন ছাড়াই অনুমোদিত হয় সেই সাথে আগামী অর্থ বছরের কাবিখা, কাবিটা, টি, আর, ও অতি দরিদ্রদের কর্মসংস্থান অর্থ বাসত্মবায়নের জন্য পরিষদ সভায় গ্রহীত প্রকল্প তালিকা তৈরী ও অনুমোদন করা হয়।
অদ্যকার সভায় ২০১৬-২০১৭ ইং অর্থ বছরের বাজেটটি চুরামত্ম অনুমোদিত বাজেটের এক কপি উপজেলা নির্বহী কর্মকর্তা বরাবর প্রেরনের জন্য অনুরোধ করা হয়।
সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্য/সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।
সভাপতি
S/dমোঃ খালেদ মাসুদ খান (লাল্টু)