সানোড়া ইউনিয়ন পরিষদের যাত্রা শুরু সেই ১৯৬০ সালের পহেলা জুলাই থেকে। সানোড়া ইউনিয়ন ধামরাই উপজেলার একটি অন্যতম ইউনিয়ন। ১৯৬০ সালে চেয়াম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত।প্রথম গ্রাম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন মোঃ আব্দুর রহমান। তারপর পর্যায়ক্রমে নাছির বি. এস. সি তার পর পর্যায় ক্র্মে প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। তার পর আব্দুস সোবাহান জুয়েল দায়িত্ব পালন করেন, তার পর দায়িত্ব পালন করেন আব্দুর রহমান আছরউদ্দিন, বর্ত মানে দায়িত্ব পালন করছেন মো: খালেদ মাসুদ খান লাল্টু ১৯৬৩ সালে তৎকালীন পাকিস্তান আমলে আব্দূর রহমান প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ ৩৬ বছর তিনিই সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। বর্তমানে 29টি ছোট বড় গ্রাম মিলিয়েই সানোড়া ইউনিয়ন পরিষদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস